Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে এক গাভীর তিন বাচ্চা প্রসব

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২০, ৪:৪৩ এএম

বিশ্বনাথে একটি গাভী একসাথে তিন বাচ্চা প্রসব করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে উপজেলার শাহজির গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। দেশীয় প্রজাতির এ গাভীটি এক সাথে তিন বাচ্চা প্রসব করবে এমন লক্ষণ ছিলনা। মালিকও বুঝতে পারেননি তার গাভীটি একসাথে তিন বাচ্চা প্রসব করবে। গাভীটির তিনটি বাচ্চা প্রসবে মালিক সালেহ আহমদের বাড়িতে আনন্দের কোন সীমা নেই। পাড়া প্রতিবেশিরা গাভীটির বাচ্চা দেখতে সালেহ আহমদের বাড়িতে ভীড় জমাচ্ছেন।
শুক্রবার সকালে গাভীটি প্রথমে একটি বাচ্চা প্রসব করে এবং বাচ্চাটিকে জ্বিহবা দিয়ে চুষতে থাকে। কিছুক্ষণ পর মাটিতে পড়ে গাভীটি আবার চটফট করতে থাকে এক পর্যায়ে আরেকটি বাচ্চা প্রসব করে। এভাবে তিনটি বাচ্চার মাতা হয় গাভীটি। তবে, প্রসবকৃত তিনটি বাচ্চাই ষাড়।
কিন্তু মালিক কখনও বুঝতে পারেননি তার গাভীটি তিনটি বাচ্চা প্রসব করবে। এই ছোট গাভীটি এক সাথে তিনটি বাচ্চা প্রসব করে এলাকায় চমক সৃষ্টি করেছে। এতে মালিক সালেহ আহমদ সহ স্বজনরা খুবই আনন্দিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ