পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ করোনাভাইরাসে আক্রান্ত। গতকাল তার ব্যক্তিগত সহকারী এবিএম ইমরুল হাসান সৈকত গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে স্বপনের করোনার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। ইমরুল হাসান সৈকত জানান, হুইপ আল মাহমুদ স্বপন নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে। তিনি বৃহস্পতিবার রাত থেকেই ১৪ দিনের কোয়ারেন্টিন শুরু করেছেন। এর আগে গত ৫ নভেম্বর করোনা আক্রান্ত হন হুইপের স্ত্রী। তার কিছুটা অসুস্থ হওয়ায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে এখন হুইপ এবং তার স্ত্রী দুইজনই সুস্থ আছেন এবং বাসায় কোয়ারেন্টিনে আছেন। তবে তাদের মেয়ের রিপোর্ট নেগেটিভ এসেছে। এদিকে হুইপ নিজে ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেছেন, আমি বৃহস্পতিবার থেকে করোনা আক্রান্ত। আমার স্ত্রী গত ১১ দিন ধরে আক্রান্ত। অনুগ্রহপূর্বক আমাদের জন্য দোয়া করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।