Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্রিজের রেলিং ভেঙে মাদারীপুরে গরু ভর্তি ট্রাক নদীতে

প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : মাদারীপুরের মস্তফাপুর বড় ব্রিজ এলাকায় গরু ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে পানিতে তলিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। জানা যায়, সাতক্ষীরা থেকে ১৭টি গরু নিয়ে নোয়াখালী যাওয়ার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর বড় ব্রিজ নামক স্থানে ট্রাকের ড্রাইভার ঘুমিয়ে পড়লে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে তলিয়ে যায়। এতে ৫টি গরু প্রাণে বেঁচে নদীর পারে উঠতে পারলেও ট্রাকটির সাথে থাকা আরও ১২টি গরু নদীর পানিতে তলিয়ে যায়। গুরুতর আহত হয়েছে গরু ব্যবসায়ী, ট্রাকের চালক, চালকের সহকারী ও গরুর রাখাল বাবু।
রাখাল বাবু জানান, ট্রাকের ড্রাইভার ঘুমাচ্ছিল আর ঘুমন্ত অবস্থায় ট্রাক ব্রিজের সাথে লাগালে, ব্রিজের রেলিং ভেঙে ট্রাক নদিতে পড়ে যায়। আমি গাড়ির উপরে থাকায় ছিটকে আগেই নদীতে পড়ে যাই। পরে সাতঁরে পাড়ে উঠি।
মাদারীপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট পারভেজ, ট্রাকটি ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা খেলে ট্রাকটি ব্রিজ থেকে নদীতে পরে যায়। গুরুতর আহতদের চিকিৎসা সেবা দিতে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নদীতে তীব্র স্রোতের কারণে ট্রাকটি কুমার নদীর পানিতে তলিয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ