বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফ্রান্সে হযরত মুহাম্মদ (সা.)'র ব্যঙ্গচিত্র প্রর্শনের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মাদারিসে কওমিয়া ও কুচাই ইনিয়নের তৌহিদী জনতা। প্রতিবাদ সমাবেশে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন বক্তারা, অনতি বিলম্বে ব্যঙ্গচিত্র বন্ধ করতে হবে, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোকে মুসলিম বিশে^র নিকট নি:শর্তে ক্ষমা চাইতে হবে, বিশ^নবীর অপমানের প্রতিবাদে বাংলাদেশের জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে, বাংলাদেশের সকল ধরনের কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দুতাবাস বন্ধ করতে হবে, ফ্রান্সের সকল ধরণের পণ্য আমদানী নিষিদ্ধ করে অবিলম্বে ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশ সরকারের অবস্থান পরিষ্কার করতে হবে, মহানবী (সা.) এর কুটক্তিকারীদের মৃত্যুদন্ডের আইন সংসদে পাস করতে হবে।
গতকাল শুক্রবার দক্ষিণ সুরমার বাইপাস্থ পয়েন্টে বিক্ষোভ মিছিল পূর্বে প্রতিবাদ সমাবেশে জামেয়া ইসলামিয়া বরায়া শ্রীরামপুর মাদরাসার মুহতামিম মাওলানা জিলাল আহমদের সভাপতিত্বে ও মাওলানা ফয়েজ আহমদ শাহরুক, মাওলানা শিব্বিব আহমদ ও মাওলানা আলী আকবরের যৌথ পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মিফতাহুল কুরআন মুক্তিরচক মাদরাসার মুহতামিম মাওলানা মুহিবুর রহমান, জামেয়া মজিদিয়া কুচাই মাদরাসার মুহতামিম মাওলানা সাদেক আহমদ, নাযিমে তালীমাত শ্রীরামপুর মাদরাসার মাওলানা নুরুল হক, জামেয়া শ্রীরামপুর মাদরাসার মাওলানা ইয়াসিন আহমদ, দক্ষিণ সুলতানপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইসমাইল আহমদ, পশ্চিমভাগ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওলিউর রহমান, বায়তুল মুয়াজ্জেম জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা সামছুল ইসলাম, পূর্ব শ্রীরামপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহবুবুর রহমান, শেখপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মকবুল হোসেন, দক্ষিণ শ্রীরামপুর নতুন জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আল আমিন, আবু বক্কর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাহেদ আহমদ, দক্ষিণ কুশিঘাট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুসাইন আহমদ, কুচাই মাঝপাড়া পাঞ্জেখানা জামে মসজিদের ইমাম মাওলানা কলিমুল্লাহ, ছন্দান আলী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল কাদির হিরন, পশ্চিমভাগ পুরাতন জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজ আলাউদ্দিন, পশ্চিমভাগ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা ওয়াসকুরুনি, সারপিং জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুস ছোবহান আব্বাসী, শ্রীরামপুর পুরাতন জামে মসজিদের ইমাম মাওলানা হামিদ উল্লাহ, আদর্শ মাদরাসা শ্রীরামপুর পূর্ব পাড়ার পরিচালক মাওলানা আবুল হাসান সহ কুচাই ইউনিয়নের তৌহিদি মুসলিম জনতা একাত্বতা পোষণ করেন কয়েক হাজার বিভিন শ্রেণী-পেশার মানুষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।