বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : কুমিল্লা বোর্ডে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬৪.৪৯। পাসের ক্ষেত্রে মেয়েরা কিছুটা এগিয়ে রয়েছে।
গত বছরের তুলনায় এবার পাশের হার বেড়েছে। গত বছর এই হার ছিল ৫৯.৮০।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে সারাদেশে একযোগে এইচএসসির পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
এবার এ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল এক লাখ নয় হাজার ৭৬০ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে এক লাখ আট হাজার ৩৭৩ জন। এদের মধ্যে ছেলে ৫৩ হাজার ১২১ জন ও মেয়ে ৫৫ হাজার ২৫২ জন। পাস করেছে মোট ৬৯ হাজার ৮৯৫ জন। এর মধ্যে ৩৩ হাজার ৯৯৬ জন ছেলে ও ৩৫ হাজার ৮৯৯ জন মেয়ে। পাসের হারের দিক থেকে ছেলেদের পাসের হার ৬৪.০০ এবং মেয়েদের পাসের হার ৬৪.৯৭।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।