বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
‘নো মাস্ক, নো সার্ভিস’ এ স্লোগানে নোয়াখালীতে মাস্ক পরিধান নিশ্চিতকরণ কর্মসূচি পালিত হয়েছে। করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ মোকাবেলার লক্ষে জেলা প্রশাসনের এ কর্মসূচি। একই সাথে সর্বসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলার ৯টি উপজেলায় একযোগে এ কর্মসূচি পালিত হয়।
জানা গেছে, শীতকালে করোনার বিস্তার বৃদ্ধি পেতে পারে। তাই সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানে মাস্ক পরিধান নিশ্চিত করতে সকালে জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদ আলম খান, জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, জেলা প্রশাসকের ৩২জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অভিযানে নামেন। এসময় মাস্ক না থাকায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, কর্মচারী ও ব্যক্তিকে ৬৫টি মামলায় ৩০হাজার টাকা অর্থদ- করা হয়েছে। মালিক-কর্মচারীদের মাস্ক না থাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে তিন দিন বন্ধ রাখারও নিদের্শ দেওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১২টা) জেলার প্রতিটি উপজেলায় অভিযান চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।