Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৪ ঘণ্টায় মৃত্যু ১৯ সুস্থ ৬১২৭ জন

দেশে করোনাভাইরাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২০, ১২:০৩ এএম

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট ৬ হাজার ১২৭ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭১৫ জন এবং এখন পর্যন্ত মোট ৩ লাখ ৪৩ হাজার ১৩১ জন সুস্থ হয়েছেন। নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন এক হাজার ৭৩৩ জন। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন ৪ লাখ ২৫ হাজার ৩২৩ জন। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে বর্তমানে ১১৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৪ হাজার ৬৮৭টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৫২৪টি। এ পর্যন্ত মোট ২৪ লাখ ৮৪ হাজার ৬৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৯৩ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৭ দশমিক ১২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৬৭ শতাংশ, মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯ জনের মধ্যে পুরুষ ১৬ জন আর নারী ৩ জন। এখন পর্যন্ত করোনায় চার হাজার ৪ হাজার ৭১৯ জন পুরুষ এবং এক হাজার ৪০৮ জন নারী মারা গেলেন। শতকরা হিসাবে পুরুষ ৭৭ দশমিক ০২ এবং নারী ২২ দশমিক ৯৮ ভাগ। বয়স বিবেচনায় ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ষাটোর্ধ্ব ১২ জন এবং বাকিরা সবাই ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। তারা সবাই হাসপাতালে মারা গেছেন। মারা যাওয়া ১৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন এবং রংপুর বিভাগে একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে নতুন করে যুক্ত হয়েছেন ৮৩৭ জন এবং ছাড় পেয়েছেন ৮৮৯ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন পাঁচ লাখ ৬২ হাজার ৯০০ জন এবং ছাড় পেয়েছেন পাঁচ লাখ ২৩ হাজার ২৫৬ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৯ হাজার ৬৪৪ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ১৭২ জন। ছাড় পেয়েছেন ১৩৯ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৮৭ হাজার ৮০৭ জন এবং ছাড় পেয়েছেন ৭৫ হাজার ৫৭৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ২৩১ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ