Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোর পুলিশ সুপারের উদ্যোগে ‘মাস্ক ছাড়া সেবা নয়’ কর্মসূচি পালন

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২০, ৮:১৬ পিএম

যশোর পুলিশ সুপারের কার্যালয়সহ জেলা পুলিশের প্রতিটি ইউনিটে মাস্ক ব্যবহার ব্যতীত সেবা নয়, মাস্ক পরিধান করুন, সেবা নিন, সম্বলিত ব্যানারসহ স্ব স্ব ইউনিটের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে প্রতীকী অবস্থান কর্মসূচি পালিত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য Second Wave মোকাবেলায় সর্বসাধারণকে মাস্ক পরিধান বাধ্যতামূলক করার জন্য যশোর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম এর উদ্যোগে
প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করা হয়।

পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম বলেছেন এই কর্মসূচির মাধ্যমে জনসাধারণের সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করি।

এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ সালাউদ্দীন শিকদার, অতিঃ পুলিশ সুপার,(অপরাধ), যশোর, মোঃ গোলাম রব্বানী শেখ, পিপিএম, অতিঃ পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোর, জামাল আল নাসের, অতিঃ পুলিশ সুপার “খ” সার্কেল, যশোর, মোহাম্মদ অপু সরোয়ার, অতিঃ পুলিশ সুপার,(সদর), যশোর, সোয়েব আহম্মেদ খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মণিরামপুর সার্কেল, যশোর, মোঃ জুয়েল ইমরান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, নাভারণ সার্কেল, যশোর, মোঃ আবুল কালাম আজাদ, পুলিশ পরিদর্শক (সশস্ত্র), আরআই, পুলিশ লাইন্স যশোর, সকল থানার অফিসার ইনচার্জগণ, এম মসিউর রহমান, পুলিশ পরিদর্শক (নিঃ)/ ডিআইও-১, জেলা বিশেষ শাখা যশোর, সোমেন দাস, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,(ডিবি)যশোর সহ জেলা পুলিশের ঊর্ধতন কর্মকতাগণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ