Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাদুশিল্পী জুয়েল আইচ আইসিইউতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২০, ১:০৬ পিএম | আপডেট : ১:০৬ পিএম, ১১ নভেম্বর, ২০২০

দেশের জনপ্রিয় জাদুশিল্পী জুয়েল আইচ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন।

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করছেন এই জাদুশিল্পীর স্ত্রী বিপাশা আইচ। মেয়েসহ বিপাশা আইচ নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তারা এখন সুস্থ বলে জানান বিপাশা আইচ।

তিনি জানান গত ৪ নভেম্বর থেকে জ্বর অনুভব করলে জুয়েল আইচ নিজের করোনা পরীক্ষা করান। পরীক্ষার ফলাফলে পজিটিভ আসে। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে সোমবার রাত সাড়ে ১২টায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। বুকের সিটি স্ক্যানের পর চিকিৎসকরা জানিয়েছেন, তার ফুসফুসও করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ