Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিনগুণ বাড়িয়ে পারিশ্রমিক হাকাচ্ছেন সাইফ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২০, ৮:৩৭ পিএম

চলমান করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল চলচ্চিত্র অঙ্গন। কিন্তু এখন তা ধিরে ধিরে স্বভাবিক হতে চলেছে। পাশাপাশি বাড়ছে কাজের চাপ। তারকাদের চাহিদাও। করোনা পরিস্থিতি কাটিয়ে চরম ব্যস্ত হয়ে পড়েছেন বলিউডের ছোট নবাব খ্যাত জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খান।

বলিউডে পা রাখার পর প্রথমে সেভাবে নিজের জায়গা তৈরি করতে না পরালেও, ক্রমশ অভিনয় সত্ত্বার প্রকাশ ঘটিয়ে বর্তমানে বি টাউনের অন্যতম সেরা অভিনেতা হয়ে উঠেছেন তিনি। ভারতীয় গণমাধ্যম বলছে, ব্যস্ততা বেড়ে যাওয়ায় বর্তমানে নিজের পারিশ্রমিক আগের চেয়ে প্রায় তিনগুন বাড়িয়ে দিয়েছেন সইফ আলি খান।

সূত্রের খবর, আগে এক এক সিনেমার জন্য ৩-৪ কোটি পারিশ্রমিক নিতেন সাইফ আলি খান। পারিশ্রমিকের মাত্রা বেড়ে যায় তার ২০১৯ সালের পর থেকে। বর্তমানে এক একটি ছবির জন্য প্রায় ৩ গুণ বেশি পারিশ্রমিক নিচ্ছেন সাইফ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ