Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর হচ্ছে দেশের দ্বিতীয় ’ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম

লালমনিরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২০, ৬:০৯ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে চালু করা হচ্ছে দেশের দ্বিতীয় ‘ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম’। চলমান মুজিববর্ষে ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের নেওয়া ১০০টি ডিজিটাল সার্ভিসের মধ্যে এটি একটি। দেশে সর্ব প্রথম ‘ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ চালু হয় বেনাপোল স্থলবন্দরে। পরবর্তীতে বুড়িমারী স্থলবন্দরে দেশের দ্বিতীয় ‘ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ চালু হতে যাচ্ছে।
বুড়িমারী স্থলবন্দরে ‘ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ পরিচালনা ও বাস্তবায়ন (সফটওয়্যার পাইলটিং) কার্যক্রম সম্পর্কে গত দু'দিন সরজমিনে পরিদর্শন এবং পর্যবেক্ষণ শেষে তৃতীয় দিন মঙ্গলবার সকাল ১১টায় স্থলবন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (সদস্য ট্রাফিক) যুগ্ম সচিব ড. শেখ আলমগীর হোসেন। এ সময় এটুআই প্রকল্পের জাতীয় পরামর্শদাতা (ন্যাশনাল কনস্যালট্যান্ট) অনিমেষ চন্দ্র বাইন, নৌপরিবহণ মন্ত্রণালয়ের প্রোগ্রামার সৈয়দ মো. অলিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহা. রাশেদুল হক নবী, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি রুহুল আমীন বাবুল, কাস্টমস্ সহকারী কমিশনার (এসি) সোমেন কান্তি চাকমা, বুড়িমারী স্থলবন্দর উপ পরিচালক মোহাম্মদ মাহফুজুল ইসলাম ভূঁঞা, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত, বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ নেওয়াজ নিশাতসহ বন্দর ব্যবহারকারী ও স্থলবন্দরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হলে প্রতিবেশী দেশগুলোর সাথে স্থলপথে আমদানি-রপ্তানি কার্যক্রম সহজতর, গতিশীল ও স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত হবে। বুড়িমারী স্থলবন্দরে এটুআই এর সহায়তায় ‘ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম'র বাস্তবায়ন করতে কাজ চলছে। এতে বন্দর কর্তৃপক্ষ, সি অ্যান্ড এফ এজেন্ট, আমদানি-রপ্তানিকারকরা ব্যবসায়ীক সুফল পাবেন ও টিসিভি (টাইম-কস্ট-ভিজিট) হ্রাস পাবে।
সভায় ‘ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ এর মাধ্যমে কার্গো এন্ট্রি, ওজন নির্ধারণ, ভারতীয় গাড়িচালকদের নিরাপত্তা পাস, ই-পোর্ট মোবাইল অ্যাপসের মাধ্যমে বন্দরে আমদানিকৃত পণ্যের অবস্থান ট্র্যাকিং ও বিল সংক্রান্ত তথ্যাদি মনিটরিং, স্বয়ংক্রিয় বিলিং, পণ্যের পোস্টিং, গেট পাস, অনলাইন ডেলিভারি, পণ্যের ডাটাবেজ প্রভৃতি সিস্টেমসহ ১৫টি বিষয়ে সর্বাধুনিক ডিজিটাল পদ্ধতিতে ব্যবসায়ী কার্যক্রম পরিচালনায় বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ