বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সোমবার কেশবপুরের ত্রিমোহিনী ইউনিয়নে শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি পার্ক যশোর এর কেনা কাটা ডট কম এর আয়োজনে ৭০জন খেজুর গাছিকে ভেজাল মুক্ত গুড় ও পাটালি তৈরিতে শপথ করিয়েছেন জেলা প্রশাসক। পরে খেজুর গাছিদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ও গাছিদের মধ্যে উপকরণ বিতরণ করেন।
কৃষি বিভাগের এল জি এস পি -৩ এর আওতায় ত্রিমোহিনী ইউনিয়নস্থ কৃষি ভবনে অনুষ্ঠিত গাছি প্রশিক্ষণে ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। প্রধাপন অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ পরিচালক স্থানীয় সরকার যশোর মোঃ হুসাইন শওকত,উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অদিদপ্তর যশোর বাদল চন্দ্র বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুদ্দিন দফাদার, ত্রিমোহিনী ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম সহ কৃষি বিভাগ ও স্থানীয় গণ্য মান্য ব্যক্তি। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেনা হাট ডট কম এর নাহিদুল ইসলাম। অনুষ্ঠানে খেজুর গাছিদের মাঝে গাছি দা, ঠুঙ্গি বিতরণ করা হয়। আয়োজকরা জানান, উপজেলার দুটি ইউনিয়নের ৭০ জন গাছিকে প্রশিক্ষণের মাধ্যমে ভেজাল মুক্ত খেজুর গুড় তৈরী করার উপর গুরুত্বারোপ করা পাশাপাশি গাছিরা যাতে ন্যায্য মূল্য পাশ তার সু ব্যবস্থা করা। গাছি নারায়ন চন্দ্র নাজমুল, আনসার আলী, আব্দুল কাদের জানান, কেনা কাটা ডট কম এ ধরণের আয়োজন করায় তারা খুশি এবং প্রশিক্ষণের মাদ্যমে তার নিরাপদ রস আহরণ ও গুড় তৈরীতে সক্ষম হবেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেজুর গাছ ও গাছি একই সুত্রে গাঁথা। রস আহরণে তাদের আরো যত্নবান হতে হবে। ন্যায্য মুল্য নিশ্চিতে আমাদের আন্তরিক হয়ে কাজ করতে হবে। যশোরের যশ খেজুরের রস এ প্রবাদ বাক্যটি যথার্থ প্রমানে প্রচেষ্টা চালাতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।