Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

প্রশাসনে নো মাস্ক নো সেবা চালু

সচিবালয়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে পোস্টার ও ফেস্টুন

পঞ্চায়েত হাবিব | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে নো মাস্ক, নো সার্ভিস কঠোরভাবে চালু হয়েছে। করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ এড়াতে মাস্ক ছাড়া সচিবালয়ে প্রবেশ থেকে শুরু করে সর্বত্র সবকিছু কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা নির্দেশনা অনুযায়ী নিজ নিজ মন্ত্রণালয়ে প্রচারের উদ্যোগের পাশাপাশি তা কঠোরভাবে প্রয়োগও নিশ্চিত করা হচ্ছে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ইনকিলাবকে বলেন, শীত মৌসুমে করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভের যে আশঙ্কা করা হচ্ছে সেটা মোকাবিলায় নানা উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে মন্ত্রিপরিষদ থেকে জারি করা এই নির্দেশনা এরই মধ্যে সকল সরকারি প্রতিষ্ঠানে পাঠিয়ে দেয়া হয়েছে এবং কার্যকরও করা হচ্ছে। দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে মাস্ক ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা এনে নির্দেশনা জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

গতকাল সোমবার প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের প্রবেশপথ থেকেই মাস্ক পরিধান নিশ্চিত দেখে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। পাশাপাশি মাস্ক ছাড়া মন্ত্রণালয়গুলোতে সেবা দেয়া হচ্ছে না, লিফট ব্যবহার করা যাবে না, মুখোমুখি দাঁড়িয়ে কথা বলা যাবে না- এমন শব্দ সম্বলিত পোস্টার-ব্যানার-ফেস্টুন লাগানো হয়েছে সচিবালয় জুড়ে। প্রবেশ পথের স্ক্যানিং মেশিন, লিফট, করিডোর, ওয়াশরুমসহ সর্বত্র মাস্ক পরিধান ও স্বাস্থ্যসেবা সম্বলিত পোস্টার ও ফেস্টুন রয়েছে। করোনাভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণ মোকাবিলায় সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে গত ২৫ অক্টোবর একটি নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্দেশনা সব মন্ত্রণালয়, মন্ত্রণালয়ের অধীনে থাকা বিভাগ, অধিদফতর, পরিদফতর, জেলা প্রশাসকসহ মাঠ প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। ওই নির্দেশনায় শীত মৌসুমে করোনাভাইরাসের আরেক দফা সংক্রমণের আশঙ্কা করা হয়েছে। সেখানে দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরিধান নিশ্চিত করতে বলা হয়েছে। সেবা নিতে আসা সকলে যাতে মাস্ক ব্যবহার করে সেজন্য নো মাস্ক, নো সার্ভিস পদ্ধতি অবলম্বন করতে বলা হয়েছে। মন্ত্রণালয়, দফতর, বিভাগ, সংস্থাসহ দেশের সকল পর্যায়ে মাস্ক পরিধান ছাড়া কোনো ধরনের সেবা না দেয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি যাতে সকলে মাস্ক ব্যবহার করে সেজন্য পোস্টার, ব্যানার, বিলবোর্ড, লিফলেট এবং ডিজিটাল মাধ্যম ব্যবহার করে প্রচারণা চালাতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে এ নির্দেশনা পেয়ে মন্ত্রণালয়গুলো নিজ নিজ দফতরের সামনের লিফলেট, ব্যানার ও ফেস্টুনে মাস্ক পরিধান নিশ্চিত করার কথা বলা হয়েছে। সচিবালয়ের ৬ নম্বর ভবনের দ্বিতীয় তলায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের প্রবেশ পথেই রয়েছে মাস্ক ব্যবহার সম্পর্কিত নানা তথ্য।

মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের একতলা ওপরেই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। সেখানেও প্রবেশ মুখে ফেস্টুনে লেখা রয়েছে নো মাস্ক, নো সার্ভিস। তার উল্টোদিকের ইউনিটে সমাজকল্যাণ মন্ত্রণালয়। সেখানে লেখা রয়েছে নো মাস্ক, নো এন্ট্রি। তার ওপরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সেখানেও নো মাস্ক, নো এন্ট্রি’ রয়েছে। মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সামনে ওয়্যার মাস্ক, গেট সার্ভিস’ সম্বলিত ব্যানার।

গৃহায়ন ও গণপূর্তের সামনে লেখা লয়েছে ‘মাস্ক পরিধান করুন, সেবা নিন। একইভাবে, শ্রম ও কর্মসংস্থান, স্থানীয় সরকার, অর্থ, স্বরাষ্ট্র, শিক্ষা, বস্ত্র ও পাট, খাদ্য, ত্রাণ ও দুর্যোগ, আইন বিচার ও সংসদ বিষয়ক, নৌ-পরিবহন মন্ত্রণালয়, সংস্কৃতিক বিষয়ক, বিজ্ঞান ও প্রযুক্তি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন পররাষ্ট্র মন্ত্রনালয়সহ সরকারের সব মন্ত্রণালয়গুলোর সামনে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে মাস্ক পরিধানের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যানার, পোস্টার ও ফেস্টুন ঝুলিয়ে দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ