Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নলছিটিতে ২ ভাইকে পিটিয়ে জখম

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নে দুই ভাইকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আহত সিদ্দিক জোমাদ্দার (৩৮) ভৈরবপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও তার ছোট ভাই ইদ্রিস জোমাদ্দার (৩০) একজন শারীরিক প্রতিবন্ধী। গতকাল সোমবার সকালে ইউনিয়নের ষাইটপাকিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত দুই ভাইকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা সিদ্দিক জোমাদ্দার জানান, তিন মাস আগে তার দোকানে চুরি হয়। এ বিষয়ে তিনি নলছিটি থানায় একটি অভিযোগ দেন। পরে পুলিশ আশেপাশের গ্যারেজ মালিকদের জিজ্ঞাসাবাদ করে। এ সময় সিদ্দিক পাসের দোকানদার নয়ন খানকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করে। এরপর থেকে নয়ন খান সিদ্দিক জোমাদ্দারের উপরে ক্ষিপ্ত ছিল। গতকাল সকালে নয়ন সিদ্দিক জোমাদ্দার ও তার ভাই ইদ্রিস জোমাদ্দারকে অকথ্য ভাষায় গালাগালি দেয়। একপর্যায়ে সে রট ও ইট দিয়ে দুই ভাইয়ের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে। তবে নয়ন খানের দাবি তাকে সিদ্দিক জোমাদ্দার ও তার ছোট ভাই ইদ্রিস জোমাদ্দার মিলে দোকানে আটকে মারধর করেছে। তবে তিনি কোথাও চিকিৎসা নেয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ