রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নে দুই ভাইকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আহত সিদ্দিক জোমাদ্দার (৩৮) ভৈরবপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও তার ছোট ভাই ইদ্রিস জোমাদ্দার (৩০) একজন শারীরিক প্রতিবন্ধী। গতকাল সোমবার সকালে ইউনিয়নের ষাইটপাকিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত দুই ভাইকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা সিদ্দিক জোমাদ্দার জানান, তিন মাস আগে তার দোকানে চুরি হয়। এ বিষয়ে তিনি নলছিটি থানায় একটি অভিযোগ দেন। পরে পুলিশ আশেপাশের গ্যারেজ মালিকদের জিজ্ঞাসাবাদ করে। এ সময় সিদ্দিক পাসের দোকানদার নয়ন খানকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করে। এরপর থেকে নয়ন খান সিদ্দিক জোমাদ্দারের উপরে ক্ষিপ্ত ছিল। গতকাল সকালে নয়ন সিদ্দিক জোমাদ্দার ও তার ভাই ইদ্রিস জোমাদ্দারকে অকথ্য ভাষায় গালাগালি দেয়। একপর্যায়ে সে রট ও ইট দিয়ে দুই ভাইয়ের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে। তবে নয়ন খানের দাবি তাকে সিদ্দিক জোমাদ্দার ও তার ছোট ভাই ইদ্রিস জোমাদ্দার মিলে দোকানে আটকে মারধর করেছে। তবে তিনি কোথাও চিকিৎসা নেয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।