Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ‘দ্বিতীয় সন্তান’ এর জন্য আশির্বাদ চাইলেন শ্রাবন্তী!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২০, ৭:৫৪ পিএম

তৃতীয় ঘর ভাঙ্গার গুঞ্জনে যখন উত্তাল সোশ্যাল মিডিয়া ঠিক তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর একের পর এক পোস্ট দিয়ে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন শ্রাবন্তী।

সম্ভবত পারিবারিক জীবনে ঝড় ঝাপটা চলছে। তবে লক্ষ্যে অটুট শ্রাবন্তী। এরই মাঝে নিজের প্রথম ওয়েব সিরিজের জন্যও আজ থেকেই শ্যুটিং শুরু করে দিলেন শ্রাবন্তী। তাঁর বিপরীতে রয়েছেন সোহম। এটা দুজেনেরই প্রথম ওয়েব সিরিজ। প্রথমে সিরিজের নাম দেওয়া হয়েছিল 'ইন্টিউশন'। পরে বদলে রাখা হয়ে 'দুজনে'।

এরপর শ্রাবন্তীর জীবনের নতুন ইনিংসের কথাও এখন অজানা নেই কারও। এবার নিজের ‘দ্বিতীয় সন্তানে’র কথা ঘোষণা করলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট নিয়ে চলছে জোর আলোচনা।

রোববার ইনস্টাগ্রামে সবুজ রঙের গাউন পরা বেশ কয়েকটি ছবি পোস্ট করেন শ্রাবন্তী। ওই পোস্টের ক্যাপশনে নিজের ‘দ্বিতীয় সন্তানে’র কথা লেখেন তিনি। ব্যস! নিশ্চয়ই ভাবতে চলেছেন ঝিনুকের পর এবার সত্যিই দ্বিতীয় সন্তান হয়েছে কিংবা হবে অভিনেত্রীর।

আসলে তেমনটা ভাবার কোনো কারণ নেই। কারণ, ‘দ্বিতীয় সন্তান’ বলতে ওই ছবির ক্যাপশনের মাধ্যমে নিজের জিমের কথা বলেছেন তিনি।

উল্লেখ্য, গেল রোববার থেকে ‘নিউ এম্পায়ার’ নামে একটি জিমের মালকিন শ্রাবন্তী। নিজের নয়া ব্যবসার জন্য সকলকে শুভকামনা করার কথা ওই পোস্টে উল্লেখও করেছেন অভিনেত্রী। সূত্র: সংবাদ প্রতিদিন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ