Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশমি রকেটে তাপসী পান্নু

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২০, ৬:০৩ পিএম

বলিউডের পরিচিত মুখ তাপসী পান্নু। বি টাউনের বিতর্ক থেকে বহু দূরে মালদ্বীপে প্রকৃতির মাঝে নিরিবিলিতে সময় কাটাটিয়ে দেশে ফিরলেন এই অভিনেত্রী। দীর্ঘদিন লকডাউন পর্ব কাটিয়ে নিজের মনকে খানিকটা সতেজ করতেই মালদ্বীপের গেছিলেন তিনি। ছুটি শেষ। এখন আবার কাজের পালা।

দেশে ফিরেই চমক। আসন্ন সিনেমা রাশমি রকেট-এর ফার্স্ট লুক সামনে আনলেন বলিউডের অন্যতম ব্যস্ততম নায়িকা। সামজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি ভক্তদের জন্য শেয়ার করেছেন। আসন্ন সিনেমা নিয়ে বেশ জোরকদমে প্রস্তুতি নিয়েছেন তিনি। আপাতত রাশমি রকেটের শ্যুটিংয়ের কাজও শুরু হয়ে গিয়েছে ।

ইন্সটাগ্রাম প্রোফাইলে একটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, একটি নীল রঙা স্পোর্টস আউটফিটে এক ক্রাড়াবিদের ভূমিকায় দাঁড়িয়ে রয়েছেন। দৌড়ের ট্র্যাকের উপর নিজেকে প্রস্তুত করছেন নিজ যত্নে। নিজের চুলকে পনিটেল করে বাঁধার একটি মুহূর্তের ছবি শেয়ার করেছেন তিনি।

ইন্সটাগ্রামে ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, “Let’s do this. RashmiRocket. Have a look:”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ