Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কুষ্টিয়ার দৌলতপুরে বিশ্বাস ক্লিনিক সিলগালা : প্রসূতি মায়ের মৃত্যু

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২০, ৯:৪৬ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে চিকিৎসা অবহেলায় প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।

দৌলতপুরের আল্লার দর্গায় বিশ্বাস ক্লিনিক এন্ড সনো ডায়াগনস্টিক সেন্টারে রোববার সকালে রমণী খাতুনের (২৫) মৃত্যু হয়। নিহতের পরিবারের অভিযোগ, বিনা চিকিৎসায় ৫ ঘণ্টা ফেলে রাখায় তার মৃত্যু হয়েছে। গর্ভের সন্তান সহ মায়ের মৃত্যুতে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়,এসময় ঘটনাস্থলে ওসি জহুরুল ইসলাম ফোর্স নিয়ে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বেসরকারি এই ক্লিনিকটি সিলগালা করেছে স্থানীয় প্রশাসন। এসিল্যান্ড আজগর আলী দুপুরে এ সিদ্ধান্ত নেন।

জানা গেছে, শনিবার দিনগত রাত ৩টার দিকে প্রসব বেদনায় থাকা প্রসূতিকে ভর্তি করা হলে, সকাল ৮টা পর্যন্ত কোন চিকিৎসা দেয়া হয়নি, পরে চিকিৎসক এসে চিকিৎসা দেয়া শুরু করতেই প্রসূতি ওই মায়ের মৃত্যু হয়।

নিহত মা বেগুনবাড়িয়া এলাকার শ্রমজীবী বাচ্চুর স্ত্রী। প্রথম সন্তান জন্মদিতে গিয়ে মৃত্যু হলো রমনী খাতুনের।

সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী বলেন, দৌলতপুরে বেসরকারি খাতের চিকিৎসা সেবা আরও বেশি নজরদারিতে আনা হবে।

ওসি জহুরুল আলম বলেন, রমনীর লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে। ঘটনার পরপরই ক্লিনিক কর্তৃপক্ষ পালিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ