পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান,জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. জাফর আলী করোনায় আক্রান্ত হয়ে এখন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।শনিবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মো.হাবিবুর রহমান।জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়,জাফর আলী এক সপ্তাহ থেকে জ্বরে ভুগছিলেন। পরে তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেলে প্রেরণ করা হয়। এরপর শনিবার তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য সামরিক এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হয়।এরপর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান,মো. জাফর আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হলে এখন তিনি ভাল আছেন।তার পারিবারিক সূত্রে জানা যায়,বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন এবং রবিবার দুপুরে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।তিনি এখন অনেকটা সুস্থতা বোধ করছেন।অন্যদিকে মো:জাফর আলীর সুস্থতা কামনা করে জেলার বিভিন্ন স্থানে,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মসজিদ ও মন্দিরে রবিবার সকাল থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন দোয়া ও প্রার্থনা করছেন বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।