Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাবির বর্জ্য ব্যবস্থাপনায় এসটিএস উদ্বোধন

রাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২০, ৩:১৭ পিএম

ক্যাম্পাসের বর্জ্য ব্যবস্থাপনা সহজতর করার লক্ষ্যে একটি সেকেন্ডারি ট্যান্সফার স্টেশন (এসটিএস) চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার রাসিক-এর অর্থায়নে ক্যাম্পাসের পশ্চিম আবাসিক এলাকার প্রান্তে ফুড-ফুয়েল-ফাইবার গেট সংলগ্ন এলাকায় এই এসটিএস’টির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান (লিটন)। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এম আব্দুস সোবহান, প্রো-ভিসি প্রফেসর আনন্দ কুমার সাহা, প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, প্রক্টর প্রফেসর মো. লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আজিজুর রহমানসহ সিটি কর্পোরেশনের কয়েকজন প্যানেল মেয়র উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ