Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইবি সাংবাদিক সমিতির নির্বাচন সম্পন্ন

সভাপতি জীবন, সম্পাদক রানা

ইবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২০ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে হুমায়ুন কবির জীবন এবং সাধারণ সম্পাদক হিসেবে ইরফান মাহমুদ রানা নির্বাচিত হয়েছেন। জানা গেছে, সকাল ১১টা থেকে ১১টা ৪০ মিনিটি পর্যন্ত ইবিসাস’র সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে ইংরেজি বিভাগের হুমায়ুন কবির জীবন (নিউ এজ) এবং সাধারণ সম্পাদক পদে লোক প্রশাসন বিভাগের ইরফান মাহমুদ রানা (খোলা কাগজ) সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোহা: সাইদুর রহমান। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) আতাউল হক এবং ইবিসাস’র সাবেক সভাপতি সুজা উদ্দিন।
নির্বাচন শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে ভিসি প্রফেসর ড. শেখ আব্দুস সালাম, বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বক্তব্য রাখেন। পরে ইবিসাস’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন ভিসি ড. আবদুস সালাম। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- হুমায়ুন কবির শুভ (সহ-সভাপতি), অনি আতিকুর রহমান (যুগ্ম সাধারণ সম্পাদক), শাহাব উদ্দীন ওয়াসিম (দপ্তর সম্পাদক), ইমানুল সোহান (অর্থ সম্পাদক), শাহেদুল ইসলাম (প্রচার সম্পাদক)। এছাড়াও কমিটিতে টি এইচ জায়িম ও বিপ্লব খন্দকার কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ