Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারায় নৈশপ্রহরী গ্রেফতার

শিশুকে ধর্ষণ চেষ্টা

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

আনোয়ারায় ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বটতলী রুস্তমহাট বাজারের নৈশপ্রহরি মো. ফেরদৌস (৫২) নামের ৬ সন্তানের জনককে গ্রেফতার করা হয়েছে। ফেরদৌস স্থানীয় মৃত ছালেহ আহামদের পুত্র। সে গুচ্ছগ্রামে ৯ নম্বর ব্যারাকের ১ নম্বর কক্ষে থাকত। গত শুক্রবার রাতে বটতলী রুস্তমহাট থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে শিশুটির পিতা মো.আরিফুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে। গতকাল শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
মামলার এজাহারে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার বটতলী ইউনিয়নের গুচ্ছগ্রামে ৯ নম্বর ব্যারাকে মো. ফেরদৌসের ১ নাম্বার কক্ষে আরিফুল ইসলামের শিশু কন্যাটি (৪)কে নিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে ধর্ষণ চেষ্টা করে। এসময় শিশুটির বড় বোন শিশুটিকে খোঁজতে গেলে আপত্তিকর অবস্থায় দেখে টেনে-হেঁছড়ে নিয়ে এসে মাকে ঘটনাটি বলে। পরে রাতে শিশুটির পিতা আরিফুল ইসলাম বাসায় আসার পর এসব ঘটনা শুনে স্থানীয় ইউপি সদস্যকে ঘটনা অবগত করে শিশুটিকে নিয়ে আনোয়ারা থানায় মামলা দায়ের করে। পুলিশ ধর্ষণ চেষ্টার অভিযোগে ফেরদৌসকে রাতেই বটতলী রুস্তমহাট থেকে গ্রেফতার করে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ফেরদৌসের ৬ স্ত্রী ও ৬ সন্তান থাকলেও ফেরদৌসের অত্যাচার-নির্যাতনের কারণে স্ত্রী সন্তানরা কেউ তার সাথে থাকেন না। গুচ্ছগ্রামের কক্ষে সে একাই বাস করে এবং নানা অপকর্ম চালিয়ে যায়। পূর্বেও সে বিভিন্ন অপকর্ম করলেও তার ভয়ে কেউ থানায় অভিযোগ করে না। শিশুটির পিতা বলেন, আমার কন্যাকে ফেরদৌস চেষ্টা করলে আমার বড় মেয়ে দেখার পর উদ্ধার করে নিয়ে আসে। আমি স্থানীয় মেম্বারকে ঘটনা অবগত করে আনোয়ারা থানায় মামলা করেছি। বর্তমানে ফেরদৌসের লোকজন আামাকে মীমাংশার জন্য হুমকি দিচ্ছে। আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ জানান, ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফেরদৌসকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। গতকাল শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ