Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানব কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে

রাউজানে মশুরীখোলার পীর

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

ঢাকা মশুরীখোলা দরবারের পীর মাওলানা শাহ মুহাম্মদ আহছানুজ্জামান (মা.জি.আ) বলেছেন বিশ্ব মুক্তির দূত প্রিয়নবী মুহাম্মদ (সা.) এর শুভাগমেেনর শিক্ষা হচ্ছে মানব কল্যানের শিক্ষা। তিনি বলেন, মঞ্চে বসে বসে বড় বড় বক্তব্য দেয়ার সময় শেষ, এখন সময় এসেছে মাঠে ময়দানে, রাজপথের আন্দোলন। পূর্ব জাহানপুর কবির মুহাম্মদ সিকদার বাড়ি সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে ৪০ তম জসনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল ও খতমে সহিহ বোখারী শরিফে তিনি প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।
গতকাল দুপুরে রাউজানে সিকদার বাড়ি জামে মসজিদে অনুষ্টিত মাহফিলে সভাপতিত্ব করেন বেতাগী দরবারের পীর আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ। মাওলানা নাসির উদ্দিন কাদেরী ও মাওলানা শেখ মুহাম্মদ শওকত হোসাইন তাহেরীর যৌথ সঞ্চালনায় উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক প্রিন্সিপাল শায়খুল হাদীস আলহাজ আল্লামা হাফেজ সোলায়মান আনসারী (মা.জি.আ)। শুভেচ্ছা বক্তব্য রাখেন আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলাহ (মা.জি.আ)। মিলাদ কিয়াম পরিবেশন করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়ার ছাত্র হাফেজ মুহাম্মদ মোস্তফা আমিন। এ সময় উপস্থিত ছিলেন, আলা হযরত গবেষক আল্লামা এম এ মান্নান, প্রিন্সিপাল সৈয়দ আহছান হাবিব, আলহাজ আবু আবু আহমেদ সওদাগর, সাংবাদিক এম বেলাল উদ্দিন প্রমুখ। মাহফিল শেষে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন আহছানুজ্জামান পীর সাহেব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ