রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ স্কাউটস বোয়ালমারী শাখার সহযোগিতায় স্টেশন রোডে উপজেলা পরিষদের সামনে গতকাল শনিবার সকালে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষকবৃন্দ, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে ও প্রিন্সিপাল লিয়াকত হোসেন লিটনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, পৌর মেয়র মোজাফফর হোসেন বাবলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, আ.লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল প্রমুখ। বক্তারা সকলকে স্বাস্থ্যবিধি বজায় রেখে মাস্ক ব্যবহারের প্রতি তাগিদ দেন। এ সময় উপজেলা প্রশাসন ৫ শতাধিক মাস্ক বিতরণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।