Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোয়ালমারীতে করোনা প্রতিরোধে মানববন্ধন

বোয়ালমারী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ স্কাউটস বোয়ালমারী শাখার সহযোগিতায় স্টেশন রোডে উপজেলা পরিষদের সামনে গতকাল শনিবার সকালে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষকবৃন্দ, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে ও প্রিন্সিপাল লিয়াকত হোসেন লিটনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, পৌর মেয়র মোজাফফর হোসেন বাবলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, আ.লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল প্রমুখ। বক্তারা সকলকে স্বাস্থ্যবিধি বজায় রেখে মাস্ক ব্যবহারের প্রতি তাগিদ দেন। এ সময় উপজেলা প্রশাসন ৫ শতাধিক মাস্ক বিতরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ