রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে রান্না ঘরের গ্যাস সিলিন্ডারের আগুনে ২ বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
গত শুক্রবার সন্ধ্যায় গু›দ্বীপ পাড়া গ্রামের আশকর আলী মাঝির বাড়িতে আগুনের এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এতে আনুমানিক ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানায়। আনোয়ারা ফায়ার সার্ভিস বিষয়টি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় বারশত ইউনিয়নের গু›িদ্বপ পাড়া গ্রামের আশকর আলী মাঝির বাড়ির মরহুম মাহাবুব আলীর ছেলে নুর হোসেনের রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে অসাবধানতা বসত আগুন ধরে যায়।
এতে তার ভাই খাইর মোহাম্মদের ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়দের চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ২ ভাইয়ের বসত ঘর জ্বলে পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ কামাল জানান, আগুন দ্রæত ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিস আসার আগেই ২ বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে আনুমানিক ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ২ পরিবারেরই অর্থনৈতিক অবস্থা খারাপ। তাদেরকে সরকারের পক্ষ হতে সাহায্য করলে তাদের কষ্ট লাঘব হতো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।