Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিংড়ায় কাঁচাবাজারে আগুন

সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২০, ৭:৩৭ পিএম

নাটোরের সিংড়ায় কাঁচা বাজারে আগুন ফুলকপি ১০০ টাকা, মুলা ৫০ টাকা , বেগুন ৬০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, পুঁইশাক ৩০ টাকা, পালং শাক ৭০ টাকা, আলু ৪০ টাকা, কচুর লতি ৪০ টাকা, শসা ৫০ টাকা, বরবটি ৬০টাকা, পাতা কপি ৬০ টাকা, পটল ৫০টাকা, করলা ৮০ টাকা, পেঁয়াজ ৭৫ টাকা, রসুন ১১০ টাকা, গাঁজর ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৪৫ টাকা, পেঁপে ২৫ টাকা, টমেটো ১২০ টাকা, শিম ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও লাউ ও চাল কুমড়া প্রতি পিছ ৪০-৬০টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা বাজারে ঊর্ধ্বগতিতে নি¤œ আয়ের সাধারন মানুষ বেকায়দায় পড়েছেন।

নিত্য প্রয়োজনীয় পণ্যের চড়া দাম ও ক্রয়ক্ষমতার বাইরে হওয়ায় নি¤œবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো প্রয়োজনীয় কাঁচা বাজার ক্রয় করতে হিমশিম খাচ্ছেন। চকসিংড়া মহল্লার মাহমুদুর রহমান জানান, করোনা ও বন্যার রেশ এখনও কাটেনি। আয়-রোজগারের পথ বন্ধ, তবুও অধিক মূল্যে কাঁচা সবজি ক্রয় করতে হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। মুর্শিদা বেগম নামের এক গৃহিনী জানান, প্রতিটি কাঁচা সবজির মূল্য চড়া। মধ্যবিত্ত পরিবারগুলোকে অধিক মূল্যে সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছেন। সিংড়া উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির আহ্বায়ক এমরান আলী রানা জানান, প্রশাসনিক মনিটরিং তেমন না থাকায় সুযোগ-সন্ধানী ব্যাবসায়ীরা ইচ্ছে মতো দ্রব্যমূল্যর দাম বৃদ্ধি করছেন। দেখার কেউ নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ