পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঝালকাঠির নলছিটিতে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মনির হোসেন (২২)কে গত বৃহস্পতিবার রাতে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। মনির উপজেলার মালোয়ার গ্রামের খলিলুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে মনির হোসেন তাদের প্রতিবেশির ঘরে ঢুকে এক কিশোরীকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে পরিবারের লোকজন ও স্থানীয়রা এসে ধর্ষণকারীকে আটক করে। তাকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে নলছিটি থানায় মামলা করেছেন মেয়েটির মা।
মামলায় বাদী উল্লেখ করেন, তাঁর মেয়েকে এর আগে ২৭ অক্টোবর রাতে মনির হোসেন দরজা খুলে ভেতরে ঢুকে ধর্ষণ করে। মেয়েটি এ বিষয়ে বাবা-মাকে জানালে তারা লোকলজ্জায় বিষয়টি কাউকে বলেননি। এ সুযোগে গত বৃহস্পতিবার রাতে মনির আবারো মেয়েটিকে ধর্ষণ করে। ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ে। নলছিটি থানার ওসি আবদুল হালিম তালুকদার জানান, গতকাল সকালে মেয়েটির মা মামলা দায়ের করেছেন। আসামিকে দুপুরে আদালতে পাঠানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।