পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলাজি। সোমবার দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল উত্তরার একাডেমি ভবন ও ক্রিয়েটিভ হাবে বর্ণাঢ্য শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে শিশু-কিশোরদের প্রতিযোগিতায় উপস্থিত থেকে উৎসাহ প্রদান করেন দেশবরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী। এছাড়া অধ্যাপক আব্দুস শাকুর শাহ (অব.), শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক মঞ্জুর আহমেদ, প্রভাষক সাইফুল ইসলাম খান রুবেল প্রমুখ। আরো উপস্থিত ছিলেন একাডেমির উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলু, একাডেমির চিত্রাংকন বিভাগের সমন্বয়কারী তমালিকা পারভীনসহ সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।