বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাসে আক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক ডাক্তার মোহাম্মদ ইউনুছকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। মোহাম্মদ ইউনুসের শারীরিক অবস্থার অবনতি হলে গত বুধবার দিবাগত রাতে দিনাজপুরের একটি হাসপাতাল থেকে তাকে ঢাকায় আনা হয়। পরে তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়।
‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় করোনাভাইরাস প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে জরুরি বিমান পরিবহণ এবং মেডিক্যাল ইভাকোয়েশন সেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ বিমানবাহিনী। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এর প্রয়োজনীয় দিক নির্দেশনায় ওই মেডিক্যাল ইভাকোয়েশন মিশন পরিচালনা করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক ডাক্তার মো. ইউনুছ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। -আইএসপিআর
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।