Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গোপসাগরে মাছধরা ট্রলারডুবি, জেলেসহ ১৫ ট্রলার নিখোঁজ

প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা : নিম্নচাপের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে বিভিন্ন নদ-নদীতে ৩/৪ ফুট পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বুধবার সকালে গভীর সমুদ্র থেকে মাছ ধরা শেষে তীরে ফিরে আসার পথে উত্তাল ঢেউয়ের তাণ্ডবে এফবি মায়ের দোয়া নামের একটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এছাড়া আরো ১৪/১৫ টি মাছ ধরা ট্রলারের এখন পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি। নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় ইতোমধ্যে বেশির ভাগ মাছ ধরা ট্রলার উপজেলার শিববাড়িয়া নদী, ঢোস, খালগোরা সহ উপকূলের বিভিন্ন নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। এদিকে পায়রা সমুদ্র বন্দর এলাকায় তিন নম্বর সর্তকতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ