Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

দেশের প্রয়োজনে সবসময় প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী, সিলেটে সেনা প্রধান জেনারেল আজিজ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২০, ৫:২৩ পিএম

বাংলাদেশ সেনাবাহিনীর তেজ দীপ্ত এক অনন্য শ্লোগান ‘‘সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে।’’ সেই গৌরবদীপ্ত সেনাবাহিনীর বর্তমান কান্ডারী জেনারেল আজিজ আহমদ। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে সিলেট সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশনের নতুন চারটি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য প্রদান করেন তিনি। সেই বক্তব্যে দৃড় চিত্তে সেনাপ্রধান আজিজ আহমদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রয়োজনে প্রস্তুত রয়েছে সবসময়। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলা সহ দেশের আর্থসামাজিক এবং অবকাঠামো উন্নয়নে গুরুত্বপুর্ন অবদান রাখছে এ বাহিনী। একই ধারা ভবিষ্যতেও দেশের অখন্ডতা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকতে সেনা সদস্যদের বাহিনীর প্রতিটি সদস্যের প্রতি আহ্বান জানান জেনারেল আজিজ। এছাড়া তিনি বলেন, করোনাভাইরাসের সময় বাংলাদেশে সেনাবাহিনী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। করোনাকালীন সেবা শেষে বাংলাদেশ সেনাবাহিনী শীতকালীন প্রশিক্ষণের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। তবে সব প্রশিক্ষণে স্বাস্থ্যবিধি মেনে সেনা সদস্যদের অংশ নেয়ার আহ্বানও জানান তিনি। পতাকা উত্তোলন প্যারেডে সেনাবাহিনী প্রধান আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের সিলেট অঞ্চলের ৫০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৭৫ ফিল্ড অ্যাম্বুলেন্স, ২ প্যারা কমান্ডো ব্যাটালিয়ন এবং অর্ডন্যান্স ডেপো, এরপর সিলেটের পতাকা উত্তোলন করেন সেনাবাহিনী প্রধান। এ সময় উপস্থিত ছিলেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর মুহাম্মদ জুবায়ের সালেহীন |



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ