প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
করোনাভাইরাসে আক্রান্ত জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর অবস্থা কিছুটা উন্নতির দিকে হলেও শঙ্কামুক্ত নন তিনি। তাকে দিতে হচ্ছে প্লাজমা থেরাপি। গতকাল বুধবার বিকেলে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। হাসপাতাল সূত্রে বিষয়টি জানা গেছে।
অপূর্বের খুব কাছের একজন গণমাধ্যমকে বলেন, ‘অপূর্ব ভাই এখনও শঙ্কামুক্ত নন। বর্তমান শারীরিক অবস্থা ভালোও না, আবার খারাপও না। তবে আগের থেকে উন্নতি হয়েছে। এই মূহুর্তে সুস্থ হতে প্লাজমা থেরাপি দরকার।’
গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন জিয়াউল ফারুক অপূর্ব। এরপর তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। পরে বুধবার বিকেলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।
নির্মাতা মিজানুর রহমান আরিয়ান গণমাধ্যমকে জানান, পাঁচদিন আগে অপূর্বর শরীরে জ্বর আসে। জ্বর না কমায় তার করোনার নমুনা পরীক্ষা করা হয়। অবশেষে ২ নভেম্বর সে রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া যায়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে হাসপাতালে নেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।