Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনা ৫ সেনা সদস্য আহত, বাসের চালক আটক

প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় সেনাবাহিনীর গাড়ি উল্টে পাঁচ সেনা সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার শেষে কুমিল্লা সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িসর্দার এলাকার নতুন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনা সদস্যরা হলেন; ল্যান্স কর্পোরাল মোহাম্মদ তাহের, স্বপন, রেজাউল, কর্পোরাল হাবিব রেজা ও সৈনিক নজরুল। বাস সহ চালক আটক।
জানা গেছে, সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-১২১৩) হাড়ির্দার এলাকায় ওভারটেক করার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সেনাবাহিনীর বহরের একটি গাড়িকে(০৮-৪৮০৭) ধাক্কা দেয়। এতে সেনাবাহিনীর গাড়িটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় পাঁচ সেনা সদস্য আহত হন।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার মোসলেহ উদ্দিন জানান, ‘দুর্ঘটনার খবর শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি ও বাসের চালক নোয়াখালীর সোনাইমুড়ি থানার ছোট কেতনা গ্রামের আলী আহমদের ছেলে মকবুল আহমদকে (৫০) আটক করা হয়েছে’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ