Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কাওড়াকান্দি-শিমুলিয়ায় লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ

প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা : দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল থাকায় কাওড়াকান্দি-শিমুলিয়ায় বুধবার সকাল ৮টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। ফেরি চলছে সীমিত আকারে। পদ্মায় প্রবল স্রোত ও ঢেউ থাকায় শুধু রো-রো ফেরি চলছে। আভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্ক সংকেত থাকায় সকাল থেকে পদ্মায় প্রচণ্ড ঢেউ দেখা দেয়। একপর্যায়ে এ রুটের ছয়টি ডাম্ব ফেরি চলাচলে বিঘ্ন ঘটে। পরে এসব ফেরি চলাচল বন্ধ করে দেয় শিমুলিয়া ফেরি কর্তৃপক্ষ। তবে চারটি রোরো ও চারটি কে-টাইপ ফেরি দিয়ে সীমিত আকারে যানবাহন পারাপার চালু রাখা হয়। এদিকে সকাল থেকে ডাম্ব ফেরিগুলো চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় দেখা দিয়েছে ফেরি-স্বল্পতা। নাব্যতা সঙ্কটের কারণে রো রো ফেরিগুলো পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখে। এর ফলে বেলা ১১টায় শিমুলিয়া ঘাটে দেড় শতাধিক ট্রাক ও শতাধিক ছোট গাড়ি ফেরির অপেক্ষায় ছিল। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। মাওয়া বিআইডব্লিউটিসি’র সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) খন্দকার খালিদ নেওয়াজ নয়া দিগন্তকে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পদ্মায় প্রচণ্ড ঢেউ থাকায় কয়েকটি ডাম্ব ফেরি বন্ধ রাখা হয়েছে। কয়েকটি চালু রাখা হলেও সেগুলো কাওড়াকান্দি যেতে পারছে না শুধু শিমুলিয়া আসতে পারছে। এদিকে পদ্মা অশান্ত থাকায় সকাল সোয়া ৮টার পর শিমুলিয়া থেকে কাওড়াকান্দি, মাঝিকান্দি ও কাঁঠালবাড়ী নৌ রুটে লঞ্চ, স্পিড বোটসহ ছোট নৌযান চলাচল বন্ধ রয়েছে বলে জানান বিআইডব্লিউটি'র সহকারী পরিচালক (ট্রাফিক) মো: সাহাদত হোসেন। ঘাটে আটকে পড়া যাত্রীদের ফেরিতে পদ্মা পারাপার করা হচ্ছে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ