Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৃত্যশয্যায় বাবা, কিছু মানুষ কুৎসা রটাচ্ছে: সৌমিত্র কন্যা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২০, ১০:০২ পিএম

মৃত্যশয্যায় কলকাতার কীংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। গত রোববার রাত থেকে তার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়। আপাদত তা নিয়ন্ত্রণে এসছে।

এদিকে বাবার মূমূর্ষ অবস্থা নিয়ে ভারকের একটি একটি বাংলা নিউজ পোর্টালের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সৌমিত্র–কন্যা‌পৌলমী বসুকে। ফেসবুকে সোচ্চার হলেন মেয়ে পৌলমী।

একটি পোস্টে লেখেন, ‘কিছু স্ক্রিনশট দিচ্ছি। পাত্তা নাও দিতে পারেন। ‌আমি কিন্তু বিচলিত নই, কিন্তু ভুলভাল খবরের একটা লিমিট থাকে। বিশেষত যখন আমার বাবা ভয়ঙ্কর লড়াই করছেন, তখন কিছু মানুষ কোনও ফ্যাক্ট না জেনে কুৎসা করছেন। দেখুন আপনারা, লিঙ্কও দিলাম।’

এই ঘটনা প্রথমবার নয়। এর আগেও সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়েছিল। তখনও দুঃখ প্রকাশ করে লিখেছিলেন, ‘‌অত্যন্ত ব্যথিত ও দুঃখিত। সৌমিত্র চট্টোপাধ্যায়ের আইসিইউ–তে থাকার ছবি ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দয়া করে ওনার ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। পরিবারের হয়ে সকলের কাছে আবেদন, হাসপাতালে চিকিৎসাধীন বাবার কোনও ছবি কিংবা ভুল তথ্য ও গুজব কেউ শেয়ার করবেন না।’‌‌



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ