Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২০, ১২:০৩ এএম

সাগরে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন সাগর পাড়ের জেলেরা। নৌকা ও জাল নিয়ে তারা ৪ অক্টোবর রাতে ইলিশ ধরতে সাগরে নামবেন।
ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মা ইলিশ রক্ষায় বঙ্গোপসাগরসহ উপক‚লের নদ-নদীতে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা ছিল ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন। এ সময় সব ধরনের জাল ফেলা, মাছ ধরা, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করে সরকার।
এ নিষেধাজ্ঞার সময় উপক‚লের জেলেরা অলস সময় কাটিয়ে আবার সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বুধবার দিনগত রাত ১২টার পর থেকে সাগরে যাত্রা শুরু করবেন সাগর পাড়ের জেলেরা। ইতোমধ্যেই জেলেরা জাল মেরামত, ট্রলার মেরামতসহ সব রকমের কাজ শেষ করেছেন।

ইলিশ ধরা ট্রলার মালিক বরগুনার আবদুল হক নামের একজন বলেন, এবার মৌসুমে সাগরে জেলেদের জালে তেমন মাছ পাওয়া যায়নি। মালিকদের আসল পুঁজিও ওঠেনি। অবরোধ শেষে সাগরে ট্রলার পাঠানোর জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সব রকমের প্রস্ততি শেষ। জেলেরা ইতোমধ্যে ঘাট এলাকায় এসেছেন। এখন বাজার সদয় করা বাকি। আশাবাদী অবরোধ শেষে অনেক মাছ পাওয়া যাবে।
২২ দিন অলস সময় কাটানোর পর সাগর ও নদীতে ইলিশ মাছ ধরতে নামবে জেলেরা। এ কারণে স্বস্তি ফিরে আসছে জেলে পরিবারগুলোতে। তবে অভিযান সফল হওয়ায় গতবারের চেয়ে এবার মাছের উৎপাদন আরো বাড়বে বলে আশা করছে জেলা মৎস্য বিভাগ ও মৎস্যজীবীরা।

চট্টগ্রামের বাঁশখালির জেলে আব্দুল কাদের জানান, অনেক আশা নিয়ে বাড়ি থেকে পাথরঘাটায় এসেছি। এবার মাছ বেশি পাবো এবং পরিবারের মুখে হাসি ফুটাতে পারবো।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাছুম মিয়া বলেন, গত বছর যেমন আমরা অবরোধ মেনেছিলাম যার কারণে তখন মাছও বেশি পেয়েছি। এবারও অবরোধ আমরা ঠিকঠাক পালন করেছি তাই বেশি মাছ পাবো বলে আশাবাদী। চাঁদপুর, কক্সবাজারসহ সাগর পাড়ের জেলেপল্লীগুলোতে ইলিশ ধরা শুরু হচ্ছে সে জন্যই যেন উৎসব শুরু হয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইলিশ

২০ নভেম্বর, ২০২২
২১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ