Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৪ বছর বয়সে শ্লীলতাহানির শিকার হন আমিরকন্যা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২০, ৯:০৯ পিএম

বলিউড সুপাস্টার আমির খানের কন্যা ইরা খান। গেল বেশ কয়েকদিন ধরেই আলোচনাই তিনি। সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত বিষয়গুলো সবার সঙ্গে শেয়ার করতেই তাকে নিয়ে বি টাউনে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে।

সম্প্রতি এক ভিডিও বার্তায় গেল ৪ চার বছর যাবৎ মানসিক অবসাদের কথা ভোগার কথা জানান খোদ আমির কন্যা। আর তাতেই ফের আলোচনায় উঠে আসে ইরা।

কিন্তু এবার জানালেন এক অদ্ভূ ত তথ্য। তাঁর এই হতাশাগ্রস্ত হওয়ার পিছনে ঠিক কী কী কারণ রয়েছে বলে তার মনে হয়। আর সেই প্রসঙ্গেই ১৪ বছর বয়সে নিজের শ্লীলতাহানি হওয়ার কথাও জানান তারকাকন্যা।

হ্যাঁ, শ্লীলতাহানির শিকার হয়েছিলেন ইরা ইনস্টাগ্রামে প্রায় ১০ মিনিটের একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে জীবনের নানাদিকের কথা বলেছেন। সেখানেই ইরা জানান, অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলেন তিনি। বয়স খুব কম ছিল। মাত্র ১৪ বছর। তাই বুঝতে পারছিলেন না ঠিক কী হচ্ছে। তারা জেনেশুনেই এমনটা করছিল কি না।

এমন অচেনা অভিজ্ঞতায় বেশ হতাশ হয়ে পড়েছিলেন। গোটা বিষয়টা বাবা আমির খান ও মা রিনা দত্তকে জানান ইরা। তাঁদের সঙ্গে কথা বলার পর মন অনেকখানি হালকা হয়। সূত্র: সংবাদ প্রতিদিন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ