রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ ব্যাটালিয়ন ও কলমাকান্দা থানা পুলিশ সোমবার সন্ধ্যায় পাঁচগাও হাজংপাড়া নামকস্থানে যৌথ অভিযান চালিয়ে পাচাররত ৩৯টি ভারতীয় গরু আটক করেছে।
বিজিবি-৩১ নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাব্বির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচগাও বিওপি’র সুবেদার মো. মোকসেদ আলীর নেতৃত্বে ৮ সদস্যের একটি টহল দল ও কলমাকান্দা থানা পুলিশের একটি টিম গত সোমবার সন্ধ্যায় রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী পাঁচগাও হাজংপাড়া নামক স্থানে যৌথ অভিযান চালিয়ে পাচাররত ৩৯টি ভারতীয় গরু আটক করে। এ সময় পাঁচারকারীরা দৌঁড়ে পালিয়ে যায়। আটককৃত গরুর আনুমানিক মূল্য প্রায় ১৭ লাখ ৫৫ হাজার টাকা। পরবর্তীতে আটককৃত গরুগুলো নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।