Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

৩৯ ভারতীয় গরু আটক

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২০, ১২:০৩ এএম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ ব্যাটালিয়ন ও কলমাকান্দা থানা পুলিশ সোমবার সন্ধ্যায় পাঁচগাও হাজংপাড়া নামকস্থানে যৌথ অভিযান চালিয়ে পাচাররত ৩৯টি ভারতীয় গরু আটক করেছে।
বিজিবি-৩১ নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাব্বির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচগাও বিওপি’র সুবেদার মো. মোকসেদ আলীর নেতৃত্বে ৮ সদস্যের একটি টহল দল ও কলমাকান্দা থানা পুলিশের একটি টিম গত সোমবার সন্ধ্যায় রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী পাঁচগাও হাজংপাড়া নামক স্থানে যৌথ অভিযান চালিয়ে পাচাররত ৩৯টি ভারতীয় গরু আটক করে। এ সময় পাঁচারকারীরা দৌঁড়ে পালিয়ে যায়। আটককৃত গরুর আনুমানিক মূল্য প্রায় ১৭ লাখ ৫৫ হাজার টাকা। পরবর্তীতে আটককৃত গরুগুলো নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ