Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাদীর ৫ বছর জেল

জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা মামলা

জয়পুরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২০, ১২:০৩ এএম

জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা মামলা করার দায়ে মামলার বাদী লিলিফা বানুকে ৫ বছরের কারাদন্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইবুনাল। গতকাল মঙ্গলবার জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইবুনালের বিচারক মোহাম্মদ রুস্তম আলী এ রায় দেন। দন্ডপ্রাপ্ত লিলিফা বানু জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর গ্রামের শাহজান আলীর মেয়ে।
মামলার বিবরণে জানা যায়, জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর গ্রামে ২০১৯ সালের ২২শে জুন নিজ বাড়িতে লিলিফা বানু রাতে একা রুমে শুয়ে পড়েন। একই গ্রামের রুহুল আমিন রাতে কৌশলে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে ধর্ষণ করে। পরদিন লিলিফা বানু জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইবুনালে মামলা করলে বিচারক পুলিশকে মামলার তদন্ত করার নির্দেশ দেন। পরে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে এই মামলার আসামিকে শাস্তি দিতেই এমন মিথ্যা মামলা করা হয়েছে। ধর্ষণের এমন মিথ্যা মামলা করায় বাদী লিলিফা বানুকে ৫ বছরের কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে আসামি রহুল আমিনকে এ মামলা থেকে অব্যাহতির আদেশ দেন বিচারক। রাষ্ট্র পক্ষের আইনজীবি অ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি এ তথ্য জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ