Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘করুণাময়ী রাণী রাসমণি’ আবার টিআরপির শীর্ষে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

চলতি সপ্তাহে পিরিয়ড ড্রামা ‘করুণাময়ী রাণী রাসমণি’ গত সপ্তাহের শীর্ষ ধারাবাহিক ‘মোহর’কে সরিয়ে টিআরপির বিবেচনায় শীর্ষে স্থান পেয়েছে। ‘খড়কুটো’র সঙ্গে সোনামণি সাহা এবং প্রতীক সেন অভিনীত ‘মোহর’ এখন দুই নম্বর অবস্থানে। ইংরেজদের সঙ্গে রানির সা¤প্রতিক মুখোমুখি অবস্থান ‘করুণাময়ী রাণী রাসমণি’কে এগিয়ে নিয়ে গেছে। পাশাপাশি ‘মোহর’এর জন্য সুখবর হল- এটি কন্নড় ভাষায় পুনর্নির্মিত হবে। কৌশিক রায় এবং তৃণা সাহা অভিনীত ফ্যামিলি ড্রামা ‘খড়কুটো’ কাহিনীতে নতুনত্ব এসেছে। গুনগুন আর সৌজন্যর সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হয়েছে। রুবেল দাশ এবং শ্বেতা ভট্টাচার্য অভিনীত ‘যমুনা ঢাকি’ প্রথম দিকে খুব সুবিধা করতে ব্যর্থ হলেই চলতি সপ্তাহে তৃতীয় অবস্থানে উঠে এসেছে। বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে শ্রীময়ী’ আবার দৌড়ে যোগ দিয়েছে। এই সপ্তাহে ধারাবাহিকটির অবস্থান চার। ‘সাঁঝের বাতি’র স্থান পাঁচে। একসময়ের সবচেয়ে জনপ্রিয় ‘কৃষ্ণকলি’ এই সপ্তাহেও শীর্ষ পাঁচে অন্তর্ভুক্ত হতে পারেনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ