প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সুপারন্যাচারাল হরর ‘ইনসিডিয়াস’ সিরিজের পঞ্চম পর্বের কাজ শুরু করেছে বøুমহ্উাস প্রডাকশন্স পুরনো তারকাদের নিয়েই। সিরিজের প্রধান পুরুষ অভিনেতা প্যাট্রিক উইলসনের অভিষেক হবে পরিচালনায় এই ফিল্মটি দিয়ে। শেষ চার পর্বে উইলসন অশুভ আত্মার শিকার জশ ল্যাম্বার্টের ভূমিকায় অভিনয় করেছেন। আগামী চলচ্চিত্রে তিনি অভিনয় করবেন। সিরিজের সহ-স্রষ্টার একটি কাহিনী অবলম্বনে চিত্রনাট্য লিখছেন স্কট টিমস। ২০১৮’র ‘ইনসিডিয়াস : দ্য লাস্ট কি’র এক দশক পরের কাহিনী পঞ্চম পর্বের। এতে ল্যম্বার্টের ছেলে ড্যাল্টন ( টাই সিমকিন্স) কলেজে যাবে। উইলসন বলেন : “এই পর্ব পরিচালনার দায়িত্ব পেয়ে সম্মানিত ও রোমাঞ্চিত বোধ করছি। এই কাহিনীতে গত এক দশক আগে ল্যাম্বার্টের জীবনে যে বিপর্যয় ঘটেছিল তার কিছুটা সমাধান হবে।” উইলসন (৪৭) এই সিরিজের সাফল্যের কারণে বিশ্বব্যাপী খ্যাতি লাভ করেন। তিনি ম,নে করেন পরিচালনায় দায়িত্ব পেয়ে তার চক্র পূর্ণ হল। “একই সঙ্গে অভিনয় আর পরিচালনা আমার জন্য চক্র পূর্ণ হওয়ার মত, আর আমি এজন্য কৃতজ্ঞ। এখন এগিয়ে যাবার পালা,” উইলসন বলেন। ‘ইনসিডিয়াস’ সিরিজ স্রষ্টা লি ওয়ানেল এবং জেমস ওয়ান। জেসন বøুমের সঙ্গে আসন্ন পর্বটি প্রযোজনা করবেন। সিরিজের প্রথম পর্ব মুক্তি পায় ২০১০-এ ২০১৩তে মুক্তি পায় ‘ইনসিডিয়াস : চ্যাপ্টার টু’ দুটি ফিল্মই এক তরুণ দম্পতিকে নিয়ে যাদের চেলে অশুভ শক্তির শিকার হয়ে অন্য জগতে আটকে পড়ে। ‘ইনসিডিয়াস : চ্যাপ্টার থ্রি’ মুক্তি পায় ২০১৫তে যার কাহিনী প্রথম ফিল্মটির আগের আর শেষ পর্ব ‘ইনসিডিয়াস : দ্য লাস্ট কি’ তারই পরের গল্প।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।