Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার শহরে ৫টি খাবার প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২০, ৭:৪৩ পিএম

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি কার এবং সংরক্ষণ ও পরিবেশনায় অনিয়মসহ নানা অভিযোগে কক্সবাজার শহরের লাবণী পয়েন্টের কয়লা রেস্টুরেন্ট ও আরো ৫টি খাবার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা নগদ অর্থদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব জরিমানা করা হয়।
অর্থদন্ড দেয়া অন্যান্য প্রতিষ্ঠানসমূহ হলো- কলাতলী রোডের কাশফুল রেস্টুরেন্ট, কাশবন রেস্টুরেন্ট, লাইট হাউস এলাকার পউষী বাংলা রেস্তোরাঁ এন্ড বিরিয়ানি হাউজ, ইনসানিয়াত রেস্তোরাঁ ও আল বোগদাদিয়া রেস্তোরাঁ।
অভিযানে অংশ নেয়া নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়িত্বপ্রাপ্ত জেলা স্যানিটারি ইন্সপেক্টর তরুণ বড়ুয়া জানান, খাদ্য মিশ্রণ দ্রব্যের কন্টেইনার এবং ক্লিনিং এজেন্টের কন্টেইনারে লেবেল ট্যাগ না লাগিয়ে রান্না ঘরে সংরক্ষণ, খোলা খাদ্য, রান্না করা খাদ্য ও কাঁচা মাছ-গোস্ত একই ফ্রিজে বিক্রির জন্য রাখা হয়।

এ ছাড়াও রান্নাঘরে কাপড় ঝুলিয়ে রাখা, খোলা ডাষ্টবিন ও স্যাতস্যাতে রান্নাঘরের ফ্লোর, রান্না ঘরে খোলা ড্রেন ইত্যাদি কারণে এসব খাবার প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় তাদের জরিমানা করা হয়েছে।

আনসার ব্যাটেলিয়নের কর্মকর্তা ও সদস্যবৃন্দ অভিযানে সার্বিক সহযোগিতা করেন বলে জানান স্যানিটারি ইন্সপেক্টর তরুণ বড়ুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ