Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সিলেট বাড়ছে করোনার প্রকোপ : উপেক্ষিত স্বাস্থ্যবিধি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২০, ৬:৫৪ পিএম

সিলেটে করোনাভাইরাসে নতুন করে বাড়ছে কেবল শনাক্তের সংখ্যা। গত অক্টোবর মাসের শেষ ১৭ দিনের প্রথম ১০ দিন বিভাগে কারো মৃত্যু হয়নি কোভিড-১৯ এ। তবে মাসের শেষ ৭ দিনে ৫ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে একদিনেই মারা গেছেন ৩জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা যায়, সিলেটে আবারও করোনায় প্রাণহানি ও পজিটিভ শনাক্ত বাড়ায় সৃষ্টি হয়েছে নতুন করে আতঙ্ক। ভাইরাসটির দাপট ফের বেড়ে যাওয়ায় স্বা¯’্যবিভাগ সংশ্লিষ্টরাও স্বীকার করছেন মাস্ক না পরা ও স্বা¯’্যবিধি উপেক্ষা করাই এ জন্য দায়ী।
বিভাগীয় কার্যালয়ের গত মাসের পরিসংখ্যা পর্যালোচনা দেখা গেছে, অক্টোবর মাসের শেষ ১৭ দিনের মধ্যে প্রথম ১০ দিন বিভাগে কারো মৃত্যু হয়নি কোভিড-১৯ এ। মাসের শেষ ৭ দিনে করোনা কেড়ে নিয়েছে প্রাণ ৫জনের। এর মধ্যে ২৮ অক্টোবর একদিনেই বিভাগে মারা গেছেন ৩ জন। স্বাস্থ্য অধিপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, গত দুই সপ্তাহ ধরে সিলেটে করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা অনেকাংশে বেড়েছে এমনকি তার গ্রাফ ঊর্ধ্বমুখি। করোনায় মৃত্যুর বেড়েছে। বর্তমানে স্বাস্থ্য্যবিধি মানার বিষয়টি অনুল্লেখযোগ্য পর্যায়ে। ৫% মানুষও যথাযথভাবে মানেন না স্বাস্থ্যবিধি, ব্যবহার করেন না মাস্ক।
তাই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রকট হওয়ার আশংকা পুরোদমে। ডা. আনিসুর রহমান বলেন, স্বাস্থ্যমন্ত্রণালয় ঘোষিত ‘নো মাস্ক- নো সার্ভিস’ এই শ্লোগানের ভিত্তিতে সিলেটে কিছু কাজ শুর“ করেছি ইতোমধ্যে আমরা। আমরা লিফলেট তৈরি করছি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে। সেগুলো সকল সরকারি-বেসরকারি অফিস-আদালত এবং হাসপাতাল-ক্লিনিক ইত্যাদি স্থানে বিতরণ করা হবে। এছাড়াও বিভিন্ন স্থানে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য চালাবো প্রচারণা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ