Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পার্বতীপুরে জাতীয় পার্টিতে প্রকৌশলীসহ শতাধিক নেতা-কর্মীর যোগদান

পার্বতীপুর সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২০, ২:০৪ পিএম

পার্বতীপুরে জাতীয় ছাত্র সমাজ উপজেলা শাখার উদ্যেগে পার্বতীপুর জাতীয় পার্টির কার্য্যালয়ে আজ মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টিতে সদ্য যোগদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী মোস্তাফিজুর রহমান ফিজার সভাপতি, জাতীয় যুব সমিতি উপজেলা শাখা। অনুষ্ঠানের পূর্বে পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের আতœার মাগফেরাত কামনা ও এক মিনিট নীরবতা পালন করে যোগদান অনুষ্ঠান শুরু করে। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজী আব্দুল গফুর সভাপতি, পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টি ও কেন্দ্রীয় কমিটির সদস্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহ্াজ্ব জহরুল হক জহু সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা শাখা, এমদাদুল হক সাধারন সম্পাদক উপজেলা যুব সংহতি, ওয়াজুল হক কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক রেলওয়ে জাতীয় শ্রমিক পার্টি প্রমুখ। জাতীয় পার্টিতে যোগ দেয় প্রধান অতিথির হাতে ফুলের তোরার মধ্য দিয়ে প্রকৌশলী তালাল ওয়াসিম মানিক, রীতা, ফাতেমা, আরজু, শিরিন, শেরকানুল, ফারহাদুল, ফারহানুল, মোতাববের, শাহিনুর আলম, ওয়াহেদ, মোকসেদ, বাবলু, হামিদুল, স্বপন, আলী হোসেন, আরিফ, জীবন, শরিফুল, মিজানুর, আমিনুল ও তুহিনসহ প্রায় শতাধিক নেতা কর্মী। অনুষ্ঠানটি পরিচালনা করেন জীবন কুমার পাল আহ্বায়ক জাতীয় ছাত্র সমাজ উপজেলা শাখা পার্বতীপুর।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ