রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মাগুরার চাঞ্চল্যকর মাসুদ হত্যার প্রধান আসামি কাজল মিয়াকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে মাগুরা সদর থানা মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলনে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, মাসুদ হত্যার মুল আসামি কাজলকে গত রোববার দিবাগত রাতেই ঝিনাইদহ জেলার কালীগঞ্জের তত্তীপুর গ্রাম থেকে আটকের পর তার স্বীকারউক্তি মতে হত্যায় ব্যবহৃত ছ্যানদা উদ্ধার করা হয়েছে। এক বছর পূর্বে বিরোধের জের ধরে আসামি এ হত্যার ঘটনা ঘটিছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব, মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রোববার সকাল ১০টার দিকে পূর্ব শত্রæতার জের ধরে মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের সাচানী গ্রামের মাসুদ হোসেন (৩০)কে কুপিয়ে হত্যা করে একই গ্রামের সন্ত্রাসী কাজল মিয়া (৩২) ও তার সঙ্গীরা। এ ব্যাপারে মাগুরা সদর থানায় ৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।