রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সিলেটের বিশ্বনাথে মাদরাসা ছাত্র রবিউল ইসলাম (১২) খুনের ঘটনায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য গোলাম হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শনিবার ভোর ৪টার দিকে তার নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি গোয়াহরি গ্রামের আজিজুর রহমানের পুত্র। গতকাল সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি শামিম মুসা। তবে, রবিউল খুনের মুল হোতা এখনও গ্রেফতার না হওয়ায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি দেখা দিয়েছে। তাছাড়া রবিউল হত্যাকারিদের দ্রæত গ্রেফতার দাবিতে পুরো উপজেলা জুড়ে প্রতিবাদের ঝড় বইছে। রবিউল নিখোঁজ হওয়ার পর তার পরিবার থানায় লিখিত একটি অভিযোগ দিয়েছে। কিন্তু পুলিশ বিষয়টি সাথে সাথে গুরুত্ব দিলে হয়তো রবিউলকে জীবিত উদ্ধার করা যেত বলে অভিযোগ এলাকাবাসীর।
এদিকে রবিউল নিখোঁজের খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরদিন সকালেই রবিউলকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ পাওয়ার সাথে সাথে আব্দুল কাদিরের স্ত্রী মাজেদা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রসঙ্গ, গত ১৩ অক্টোবর গোয়াহরী লতিফিয়া ইর্শাদিয়া দাখিল মাদাসার ৩য় শ্রেণীর ছাত্র রবিউল নিখোঁজ হয়। পরদিন ১৪ অক্টোবর বাড়ির পাশের একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রবিউলের মামা বাদি হয়ে ৭জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন, পুলিশ এ পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।