রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া বাঙ্গালী নদীর অব্যাহত ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া গ্রামের সহস্রাধিক মানুষ নদীতীরে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন চলাকালে কর্মসূচির সাথে সহমর্মিতা ও একাত্মতা জানিয়ে টেলিকনফারেন্স-এ বক্তব্য রাখেন, গাইবান্ধা-৪, গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। তারা অবিলম্বে নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সর্বাত্মক গুরুত্ব দেয়ার অঙ্গীকার করেন। মানববন্ধনে প্রতি বছর নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রধান, আওয়ামীলীগ নেতা ফরমান আলী, রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, বালুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, মোজাফফর রহমান ও রায়হানুল ইসলাম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।