রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝালকাঠির রাজাপুরে উৎপল পাল (২৮) নামে একজন ভুয়া চিকিৎসক ও তার সহযোগী মো. জুয়েল আহম্মেদকে (৩৭) আটক করা হয়েছে। গত রবিবার বিকেলে উপজেলার পুটিয়াখালী মিরেরহাট এলাকায় পুপুলার মেডিকেল হলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার। সোমবার তাদের কারাগারে পাঠানো হয়। দন্ডপ্রাপ্ত উৎপল পাল বাগেরহাট সদর উপজেলার খানপুর গ্রামের পরিতোষ পালের ছেলে ও তার সহযোগী মো. জুয়েল আহম্মেদ বরগুনা সদর উপজেলার নলিমাইঠা গ্রামের মো. আমির হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উৎপল পাল চিকিৎসক না হয়েও প্যাডে ডাক্তার লিখে মানুষকে ভুল বুঝিয়ে দীর্ঘদিন থেকে পুটিয়াখালী মিরেরহাট এলাকার বাসিন্দাদের চোখের চিকিৎসা দিয়ে আসছিলেন। আর এ কাজে জুয়েল আহম্মেদ তাকে সহযোগীতা করে আসছিলেন। প্রতারণার মাধ্যমে চিকিৎসা দেওয়ার অপরাধে তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক বছর করে কারাদন্ড প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।