Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেতাগী দরবারের জুলুছ ও সমাবেশ

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

বেতাগী দরবারের পীর আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ (মু.জি.আ.) বলেছেন, বিশ্ব মুক্তির দূত প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমনে বিশ্ব যখন জুলুসে জুলুসে নবীজীকে সালাম জানাচ্ছেন তখন ফ্রান্সে রাসুল (সা.)’র ব্যঙ্গচিত্র করে আশেকে রাসুলের কলিজায় আঘাত করেছে। এতে করে বাংলাদেশসহ বিশ্বে প্রতিবাদের ঝড় ওঠছে। আমরাও এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। রাসূল (সা.)’র শানমান রক্ষায় কারো সাথে কোন আপোষ নাই উল্লেখ করে তিনি বলেন, ফ্রান্সের সামগ্রী বয়কট করতে হবে। গতকাল বেতাগী আস্তানা শরিফের উদ্যোগে জুলুছ পরবর্তী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জসনে জুলুছের র‌্যলিটি বেতাগী আস্তানায়ে পাক থেকে সকাল ৯টায় মোটর শোভাযাত্রা সহকারে শান্তিরহাট হয়ে চট্টগ্রাম কাপ্তাই সড়ক দিয়ে রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্র, চুয়েট, পাহাড়তলী চৌমহুনী, হাফেজ বজলুর রহমান সড়ক হয়ে কদলপুর হযরত আশরাফ শাহ নক্সবন্ধি বলখী (রহ.) মাজারে গিয়ে জমায়েত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ