বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রদশর্নের প্রতিবাদে ভোলার দৌলতখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২রা নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন’র দৌলতখান উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিভিন্ন মাদরাসা শিক্ষক ও দলমত নির্বিশেষে সকল ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। পরে এইচ এম মার্কেটের সামনে প্রভাষক মাওলানা অলিউল্লাহ’র পরিচালনায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের দৌলতখান উপজেলা শাখার সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুস সামাদ’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক ও ভোলা আলিয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল আলহাজ¦ মাওলানা মোঃ মোবাশি^রুল হক নাঈম, দৌলতখান পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু, জমিয়াতুল মোদার্রেছীনের দৌলতখান শাখার, সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা মোহছেন, সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহিম জসিম । সমাবেশে বক্তারা বলেন, মুসলমানরা ধৈর্য্য ধারণ করে, কিন্তু মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অবমাননা সহ্য করা হবে না। এ জন্য ফ্রান্সকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।