Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিকিতা তোমর হত্যাকাণ্ড, পুরো বলিউডকে দায়ী করলেন কঙ্গনা!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২০, ৯:২২ পিএম

শেষ হচ্ছে না বলিউডের আলোচিত নিকিতা তোমর হত্যাকাণ্ডর রহস্যজাল। এ ঘটনায় একের পর এক বিষ্ফোরক মন্তব্য করে যাচ্ছেন বলিউড অভিনেত্রী আলোচিত এই হত্যাকাণ্ডের জন্য এরা আগে কঙ্গনা রানৌত। এবার দোষারোক পুরো বলিউডকে।

‘‌মিরজাপুর ২’‌ ওয়েবসিরিজে ‘‌মুন্না’‌ চরিত্রটিকে দেখে উদ্বুদ্ধ হয়েছিল নিকিতার হত্যাকারী তৌসিফ। পুলিশের সামনে সেকথা স্বীকার করে সে। আর তারপরেই নিকিতাকে খুন করার সিদ্ধান্ত তার।

এই খবরটি প্রকাশ্যে আসতেই ‘‌মিরজাপুর ২’ ওয়েবসিরিজ সহ গোটা বলিউডকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করলেন কঙ্গনা রানৌত। তাঁর মতে, বলিউডে এরকম ডার্ক চরিত্রকে মহিমান্বিত করা হয় বলেই এসমস্ত ঘটননা বাড়ছে দেশে।

‘‌আপনি যখন অপরাধীদের গৌরবান্বিত করেন তখন এটিই ঘটে। যখন সুন্দর চেহারার যুবক এরকম একটি নেগেটিভ এবং ডার্ক চরিত্রে অভিনয় করে, তাদেরকে খলনায়ক না, অ্যান্টি হিরো হিসেবে দেখে দর্শক। তার ফল পাওয়া যায় এভাবে। বুলিউড কারওর ভাল করে না, বরং আরও আরও ক্ষতি করে চলেছে। লজ্জা !’‌‌

এর আগেও তিনি নিকিতা তোমরের হত্যাকাণ্ড প্রসঙ্গে বলিউডের নারীবাদীদের আক্রমণ করেছিলেন। ‘‌সকলকে কারাগারে বন্দী করা উচিত। কারণ এরা কৃত্রিম। বাছা বাছা ঘটনায় আওয়াজ তোলে। নারী ক্ষমতায়নের নাম করে সমাজের ব্যাপক ক্ষতি করছে এরা। যখন একজন জিহাদি প্রকাশ্য দিবসে নিকিতাকে গুলি করে হত্যা করে তখন এরা চুপ কেন!’‌

২৬ অক্টোবর হরিয়ানার মেয়ে নিকিতা তোমর বল্লভগড়ে কলেজে একটি পরীক্ষা দিতে গিয়েছিলেন। কমার্সের তৃতীয় বর্ষের ছাত্রী তিনি। কলেজের বাইরে গাড়িতে অপেক্ষা করছিল তৌসিফ এবং তার বন্ধু রেহান। বেরনোর পর গাড়িতে ওঠার জন্য নিকিতাকে জোরাজুরি করে তৌসিফ। রাজি হননি ২১ বছরের তরুণী। তাই তাঁর কলেজের সামনেই গুলি করে খুন করল যুবক। তারপর গাড়ি হাঁকিয়ে পালিয়ে গেল। সূত্র: আজকাল



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ